এক অপ্রত্যাশিত পদক্ষেপ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর টমেটোর উপর ১৭% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ব্লুমবার্গের প্রতিবেদনে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, এই সিদ্ধান্তটি এমন একটি বাণিজ্য চুক্তি বাতিলের পর নেওয়া হয়েছে, যা আগে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে টমেটো আমদানি নিয়ন্ত্রণ করত।
যদিও এই শুল্ক হার এপ্রিল মাসে ইঙ্গিতকৃত প্রস্তাবিত ২১% শুল্কের তুলনায় কিছুটা কম, তবুও এটি যুক্তরাষ্ট্র-মেক্সিকো বাণিজ্য উত্তেজনার এক উল্লেখযোগ্য পর্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক এই পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরে বলেন, “মেক্সিকো আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র, কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের কৃষকরা টমেটোর মতো কৃষিপণ্যের দামে অস্বচ্ছ বাণিজ্য অনুশীলনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ সেই অধ্যায়ের অবসান ঘটছে।”
অপরদিকে, মেক্সিকো এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির কৃষি ও অর্থনীতি মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অন্যায় বলে আখ্যা দেয়, এবং দাবি করে মেক্সিকোর টমেটোর বাজারে আধিপত্যের পেছনে মূল কারণ হলো গুণগতমান, কোনো কারসাজি নয়। মেক্সিকোর উৎপাদকরা আরও জানান, তাদের টমেটো বর্তমানে যুক্তরাষ্ট্রের সরবরাহ শৃঙ্খলে অপরিবর্তনীয়, যা দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ চাহিদা পূরণ করে।
উপর ট্রাম্পের সামগ্রিক বাণিজ্য অভিযানের অংশ হিসেবে টমেটোর উপর শুল্ক আরোপ করা হয়েছে: ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং মেক্সিকোর আমদানির উপর ৩০% শুল্ক আরোপের পরিকল্পনা করেছে। ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়েছেন, যদি যেকোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করে, তাহলে যুক্তরাষ্ট্র ডলারের অংকে সমপরিমাণে জবাব দেবে।
*The market analysis posted here is meant to increase your awareness, but not to give instructions to make a trade.
-
Grand Choice
Contest by
InstaForexInstaForex always strives to help you
fulfill your biggest dreams.প্রতিযোগীতায় অংশগ্রহণ করুন -
চ্যান্সি ডিপোজিটআপনার অ্যাকাউন্টে $3,000 জমা করুন এবং $4000 এর অধিক নিন!
চ্যান্সি ডিপোজিট প্রচারাভিযানে আমরা জুলাই $4000 লটারি করেছি! একটি ট্রেডিং অ্যাকাউন্টে $3,000 জমা করে এই অর্থ জেতার একটি সুযোগ নিন! এই শর্ত পূরণ করে, আপনি একজন অংশগ্রহণকারী হতে পারবেন।প্রতিযোগীতায় অংশগ্রহণ করুন -
বুদ্ধিমত্তার সাথে ট্রেড করুন, ডিভাইস জিতুনআপনার অ্যাকাউন্টে কমপক্ষে $৫০০ টপ আপ করুন, প্রতিযোগিতার জন্য সাইন আপ করুন এবং মোবাইল ডিভাইস জেতার সুযোগ পান।প্রতিযোগীতায় অংশগ্রহণ করুন