empty
 
 
স্টেবলকয়েন ভিসা-মাস্টারকার্ডের জন্য কোনো হুমকি সৃষ্টি করবে ন...
25-06-2025 16:01
স্টেবলকয়েন ভিসা-মাস্টারকার্ডের জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না—জেফারিজ
স্টেবলকয়েন ভিসা-মাস্টারকার্ডের জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না—জেফারিজ

পেমেন্ট জগতে এখন স্টেবলকয়েন ম্যানিয়া পরিলক্ষিত হচ্ছে! অবিশ্বাস্য হলেও সত্যি, অ্যামাজন আর ওয়ালমার্টের মতো জায়ান্ট করপোরেশন নিজেদের টোকেন চালুর ভাবনাচিন্তায় মগ্ন রয়েছে। আশাবাদীরা এটাকে ভিসা আর মাস্টারকার্ডের অস্তিত্বের জন্য নতুন হুমকি হিসেবে দেখছেন, কিন্তু জেফারিজের বিশ্লেষকরা কিন্তু একেবারেই ভিন্নমত পোষণ করেন। তাঁদের মতে, এখন পর্যন্ত এই স্টেবলকয়েন নিয়ে যত মাতামাতি হচ্ছে, বাস্তবিকভাবে বাজারে এর প্রয়োগ প্রায় নেই বললেই চলে।

জেফারিজের বিশ্লেষকরা স্পষ্টভাবে জানিয়েছেন, “আমরা স্টেবলকয়েনকে ভিসা আর মাস্টারকার্ডের জন্য হুমকি হিসেবে দেখছি না।” তাঁরা সেই সব ধারনাও বাতিল করে দিচ্ছেন যে, ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট সিস্টেম একদিন দুনিয়া কাঁপিয়ে দেবে। এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন শোনা যাচ্ছে অ্যামাজন আর ওয়ালমার্ট নাকি নিজেদের স্টেবলকয়েন চালু করতে চাচ্ছে, এমনকি তারা একসাথে একটা মার্চেন্ট কনসোর্টিয়ামও বানাতে পারে—যার উদ্দেশ্য হলো কার্ড নেটওয়ার্ক ফি কমানো আর পেমেন্টের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ নেওয়া। হ্যাঁ, তত্ত্বগতভাবে স্টেবলকয়েন খরচ কমাতে, লেনদেন দ্রুত করতে আর ক্রেতাদের সুবিধা দিতে পারে—কিন্তু জেফারিজের বিশ্লেষকগণ বলছেন, বাস্তবে এমনটি ঘটার সম্ভাবনা খুবই কম।

বিশ্লেষকরা বলছেন, আসল সমস্যা হলো—ক্রেতারা আদৌ এসব গ্রহণ করবেন কিনা! জেফারিজের বিশ্লেষকরা বলছেন, “মার্চেন্টদের জন্য তো এটি পরিষ্কার—ইন্টারচেঞ্জ ফি এড়িয়ে খরচ হ্রাস পাবে। কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না, সাধারণ ক্রেতা কী কারণে স্টেবলকয়েনের উপর ঝাঁপিয়ে পড়বে। পেমেন্ট ব্যবহারে মানুষের অভ্যাসের যে স্থিরতা আছে, সেটা বরাবরই ছোট করে দেখা হয়।”

অ্যামাজন আর ওয়ালমার্ট যদি নিজেদের কয়েন চালুও করে, তাহলে সেটা হয়তো Target-এর REDcard-এর ডিজিটাল সংস্করণ হবে—যা এক ধরনের ক্লোজ-লুপ ওয়ালেট। তাও জেফারিজের বিশ্লেষকরা মনে করে, মার্কিন গ্রাহকরা এমন মার্চেন্ট-ইস্যু করা স্টেবলকয়েন খুব সহজে গ্রহণ করবে না। ব্যাংকটি জানিয়েছে, “কার্ড বাদ দিতে হলে, স্টেবলকয়েনকে হয় অনেক বড় ডিসকাউন্ট দিতে হবে (যা মুনাফা হ্রাস করবে), না হয় এমন কিছু সুবিধা দিতে হবে যা সত্যিই আলাদা।”

যদিও স্টেবলকয়েনকে দেশের বাইরের পেমেন্টের জন্য একপ্রকার মহৌষধ হিসেবে দাবি করা হয়, বিশ্লেষকরা বলছেন—আসলে এতে সময় বা খরচের দিক দিয়ে প্রচলিত মুদ্রা বিনিময় ব্যবস্থার চেয়ে কোনো বাড়তি সুবিধা নেই। সব লেনদেনেই শেষ পর্যন্ত ফিয়াট কারেন্সিতে রূপান্তর করা প্রয়োজন।

জেফারিজের বিশ্লেষকরা জোর দিয়ে বলেছেন, “স্টেবলকয়েন আসলে কেবল একটি রেলপথ—যার ওপর সীমান্তের বাইরে লিকুইডিটি চলে। কিন্তু চূড়ান্ত গন্তব্যে অর্থ পৌঁছাতে ফিয়াট মুদ্রাই লাগে।”

স্টেবলকয়েন এখনো জনপ্রিয় পেমেন্ট পদ্ধতির একটি, কিন্তু জেফারিজের বিশ্লেষকরা ধারণা করছেন ভিসা আর মাস্টারকার্ডের আধিপত্যে তেমন কোনো বড় ঝুঁকি নেই। শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করছে—গ্রাহকরা আসলে এগুলোকে গ্রহণ করবে কিনা, আর গ্রাহকের গ্রহণযোগ্যতা অর্জন করাই সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

*The market analysis posted here is meant to increase your awareness, but not to give instructions to make a trade.

  • Grand Choice
    Contest by
    InstaForex
    InstaForex always strives to help you
    fulfill your biggest dreams.
    প্রতিযোগীতায় অংশগ্রহণ করুন
  • চ্যান্সি ডিপোজিট
    আপনার অ্যাকাউন্টে $3,000 জমা করুন এবং $4000 এর অধিক নিন!
    চ্যান্সি ডিপোজিট প্রচারাভিযানে আমরা জুলাই $4000 লটারি করেছি! একটি ট্রেডিং অ্যাকাউন্টে $3,000 জমা করে এই অর্থ জেতার একটি সুযোগ নিন! এই শর্ত পূরণ করে, আপনি একজন অংশগ্রহণকারী হতে পারবেন।
    প্রতিযোগীতায় অংশগ্রহণ করুন
  • বুদ্ধিমত্তার সাথে ট্রেড করুন, ডিভাইস জিতুন
    আপনার অ্যাকাউন্টে কমপক্ষে $৫০০ টপ আপ করুন, প্রতিযোগিতার জন্য সাইন আপ করুন এবং মোবাইল ডিভাইস জেতার সুযোগ পান।
    প্রতিযোগীতায় অংশগ্রহণ করুন
  • ১০০% বোনাস
    আপনার ডিপোজিটের উপর ১০০% বোনাস পাওয়ার অনন্য সুযোগ
    বোনাস পান
  • ৫৫% বোনাস
    আপনার অ্যাকাউন্টে প্রতিটি ডিপোজিটের উপর ৫৫% বোনাসের জন্য আবেদন করুন
    বোনাস পান
  • ৩০% বোনাস
    প্রতিবার আপনার অ্যাকাউন্ট টপ আপ করার সময় ৩০% বোনাস নিন
    বোনাস পান
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.
Widget callback